No Internet Connection !

ঝিনাইদহ জেলা পরিচিতি

প্রশ্ন: ঝিনাইদহ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার সীমানা কি? উ: কক্সবাজার জেলার সীমানা:

✅ উত্তরে: কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা

✅ দক্ষিণে: যশোর

✅ পূর্বে: মাগুরা

✅ পশ্চিমে: ভারতের পশ্চিমবঙ্গ


প্রশ্ন: ঝিনাইদহ জেলার আয়তন কত? উ: ১৯৬৪.৭৭ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: উদ্ভাসিত ঝিনাইদহ।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার গ্রাম কতটি? উ: ১,১৪৪ টি।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৬৭ টি।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৬ টি। ঝিনাইদহ সদর, মহেশপুর, কোর্ট- চাঁদপুর, হরিণাকুণ্ড, শৈলকূপা ও কালিগঞ্জ।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার পৌরসভা কতটি? উ: ৬ টি। ক শ্রেণী ৫টি, গ শ্রেণী ১টি।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার নদ-নদী কি কি? উ: নবগঙ্গা, কুমার, চিত্রা, ভৈরব ইত্যাদি।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: চিনি শিল্প, ঔষধ শিল্প প্রভৃতি।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: বেথুলী বটগাছ (সপ্তদশ শতাব্দী, এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম বটগাছ বলে পরিচিত), নলডাঙ্গা রাজবাড়ী ও মন্দির (কালীগঞ্জ), মনসা মন্দির (মহেশপুর), শ্রীকৃষ্ণ বলরাম দেব বিগ্রহ মন্দির (কালীগঞ্জ), গোড়াই মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), জোড় বাংলার মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গলাকাটা দীঘি ও গলাকাটা মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), চেরাগদানি মসজিদ ও দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), শ্রীরাম রাজার দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), রানী মাতার দীঘি (বারোবাজার, কালীগঞ্জ), সওদাগরের দীঘি ও সওদাগরের মসজিদ (বারোবাজার, কালীগঞ্জ), গাজী হরিরোর গড় মসজিদ, শৈলকূপা জামে মসজিদ, রাম গোপাল মন্দির(শৈলকূপা), ঢোল সমুদ্র দীঘি (ঝিনাইদহু সদর)।
প্রশ্ন: ঝিনাইদহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান , বীর প্রতীক সিরাজুল ইসলাম, কালীপদ বসু (কে,পি বসু) -গণিতবিদ, কবি গোলাম মোস্তফা ,কবি পাঞ্জু শাহ, মরমী কবি লালন শাহ, কবি পাগলা কানাই, বিপ্লবী বাঘা যতীন, খাওয়াতুল্লা (সফতুল্লা): নীলচাষের বিরুদ্ধে আন্দোলনকারী, দু:খী মাহমুদ: শহীদ বীর মুক্তিযোদ্ধা, শুকচাঁদ শাহ, মোবারক আলী মিয়া (বড় মিয়া), কবি সামসুদ্দীন আহমদ, মোহাম্মদ ওয়াজেদ আলী, কাজী আহসান হাবীব অমূল্য শাহ (১৮৭৯-১৯৫২)।
তথ্যসূত্র: jhenaidah.gov.bd
top
Back
Home
Gsearch